অপোর জনপ্রিয় স্মার্টফোনগুলো দেশের বাজারে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সেলফি ব্র্যান্ড অপো বাংলাদেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে মোবাইলফোনের বাজারে স্থান করে নিয়েছে। উদ্ভাবনী সব স্মার্টফোন তৈরিতে অপোর এই নিষ্ঠা, অপোকে বাংলাদেশের অন্যতম সর্বাধিক বিক্রিত একটি ব্র্যান্ড হিসেবে পরিণত করে।

মার্কেট রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্ট তাদের একটি গবেষণায়, এশিয়া মহাদেশে ২০১৭ সালে সর্বোচ্চ মার্কেট শেয়ার অপো অর্জন করেছে বলে উল্লেখ করে।

সম্প্রতি অপো বাংলাদেশের বাজারে কিছু আকর্ষণীয় স্মার্টফোন নিয়ে এসেছে। এ ৮৩ সেগুলোর মধ্যে সবচেয়ে লেটেস্ট মডেল, যাতে রয়েছে বিশেষ বিশেষ ফিচার যার মধ্যে ন্যাচারাল সেলফি অন্যতম। স্মার্টফোনটির দাম ১৯,৯৯০ টাকা। এছাড়াও এফ ৫, এফ ৫ ইয়ুথ, এফ ৫ (৬ জিবি), এফ ১ এস, এফ ৩, এ ৫৭, এফ ৩ প্লাস এর মতো স্মার্টফোনগুলো ২০১৭ সালে বাংলাদেশে অপোর সর্বাধিক বিক্রিত স্মার্টফোনগুলোর মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃত।

দেশের বাজারে অপোর জনপ্রিয় ফোনগুলোর দাম যথাক্রমে- এফ ৫ ইয়ুথ ২১,৯৯০ টাকা। এফ ৫ (৬ জিবি) ৩২,৯৯০ টাকা। এফ ৫ ২৪,৯৯০ টাকা। এ ৭১ ১৬,৯৯০ টাকা। এফ ১ এস ২০,৯০০ টাকা। এফ ৩ ২৪,৯৯০ টাকা। এফ ৩ প্লাস ৪০,৯০০ টাকা। স্মার্টফোনগুলোর বিস্তারিত জানতে ভিজিট : www.oppo.com/bd/smartphones