অবশেষে তারাবির অনুমতি পেল জেরুজালেমের মুসলিমরা

অবশেষে জেরুজালেমে তারাবি নামাজ পড়ার অনুমতি পেল সেখানকার মুসলিম বাসিন্দারা। বিক্ষোভের মুখে রোববার (২৫ এপ্রিল) দামেস্ক গেট থেকে সব ধরনের বাধা সরিয়ে নেয় ইসরায়েলি কর্তৃপক্ষ।

তারাবি নামাজ পড়ার জন্য গত দুই সপ্তাহ স্থানটিতে বিক্ষোভ করছিল মুসল্লিরা। বিভিন্ন ইসলামি নেতারাও স্থানটি খুলে দেওয়ার আহ্বান জানায়। এরপর নামাজের জন্য স্থানটি উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন জেরুজালেমের পুলিশ কমিশনার। এ ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন মুসলিমরা। রমজান মাসে তারাবি আদায়ে পূর্ব জেরুজালেমের সবচেয়ে জনপ্রিয় এলাকা এটি। তবে শুরু থেকেই এতে বাধা সৃষ্টি করছে ইহুদি জনগোষ্ঠী।

নামাজ আদায় করতে না দেওয়ায় গত তিন দিন বিক্ষোভে উত্তাল ছিল এলাকাটি। বিক্ষোভ ছড়ায় পশ্চিম তীরসহ অন্যান্য শহরেও। রণক্ষেত্রে পরিণত হয় জেরুজালেমের দামেস্ক গেট এলাকা।

সূত্র: ডয়েচে ভেলে