অবশেষে তিস্তায় নৌকাডুবির ৪দিন পর নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার!!

মাদকাসেবী ছেলেকে হত্যা করলো বাবা

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃঃ-
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় অবশেষে আজ শুক্রবার দুপুরে ৪দিন পর নিখোজ ব্যক্তি মকবুল হোসেনের (৩০) লাশ উদ্ধার হয়েছে।
সে পশ্চিম ছাতনাই ইউনিয়নের আজাহার আলীর পুত্র। গত মঙ্গলবার বিকালে তিস্তায় নৌকায় থাকা ৩৯ জন যাত্রী প্রাণে রক্ষা পেলেও একজন যাত্রী নিখোঁজ হয়েছে।
বুধবার দুপুর ১২টা থেকে রাত পর্যন্ত নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করে রংপুরের ডুবুরী দল। প্রবল স্রোতে কারনে লাশ উদ্ধার করতে ব্যর্থ হয় তারা।
উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, শুক্রবার দুপুরের দিকে লাশটি ভেষে থাকতে দেখে এলাকাবাসী তাকে সংবাদ দেয়।পরে স্থানীয় লোকজনের সহায়তায় লাশটি উদ্বার করা হয়।
উল্লেখ্যঃ- গত মঙ্গলবার সকালে তিস্তা নদীর কালিগঞ্জ এলাকার ৪০ জন ইঞ্জিন চালিত নৌকা যোগে তিস্তা নদীর ওপারে চরে ঘাস কাটাসহ বিভিন্ন কাজে যায়।
তারা কাজ সেরে পুনরায় নৌকাযোগে বিকালের দিকে ফিরে আসছিল। ফিরার পথে তিস্তা নদীর ঝাড়শিঙ্গেশ্বর জিরো পয়েন্ট এলাকায় তিস্তা নদীর তীব্র স্রোতে পড়ে নৌকাটি নদীতে ডুবে যায়।
নৌকায় থাকা ৪০ জন যাত্রীর মধ্যে ৩৯ জন সাঁতরিয়ে প্রাণ রক্ষা করতে পারলেও মকবুল হোসেন (৩০)সেদিন নিখোঁজ হয়। ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।