অভিবাসন ইস্যুতে ট্রাম্পের নতুন আদেশ আগামী সপ্তাহে

আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসন ইস্যুতে আগামী সপ্তাহের মধ্যে নতুন নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়েছেন।

ট্রাম্প জানিয়েছেন, এর আগে জারি করা নির্বাহী আদেশ ফেডারেল আপিল আদালত আটকে দেওয়ার পরিপ্রেক্ষিতে যে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ছিল তা তিনি আপাতত স্থগিত রাখতে বিচার বিভাগের আইনজীবীদের নির্দেশ দিয়েছেন।

সিরিয়া, ইরাক, ইরানসহ সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ জারি করেছিলেন। পরে সিয়াটেলের আদালতের আদেশে স্থগিত হয়ে যায় এই নিষেধাজ্ঞা। আদালতের এই রায়ের বিরুদ্ধে হোয়াইট হাউজের আপিল আবেদনও পরবর্তীতে খারিজ হয়ে যায়।

বৃহস্পতিবার ট্রাম্প বলেছেন, ‘নতুন আদেশ আমাদের দেশকে সর্বোতভাবে সুরক্ষা দেবে।’

এই আদেশে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য নতুন ভেটিং ব্যবস্থা থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘কঠোর ভেটিং ব্যবস্থা অর্ন্তভূক্ত করা হয়েছে এবং ইতিমধ্যে অনেক স্থানে এটি প্রয়োগও করা হচ্ছে।’

একইসঙ্গে ট্রাম্প জানান, এ বিষয়ে প্রশাসনকে ‘আমাদের চিন্তার আগে কাজ করতে হবে’।