অভিবাসীদের ঠেকাতে ‘গ্রেট ওয়াল’ তৈরি করছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসনপ্রত্যাশীরা যাতে যুক্তরাজ্যের মূল ভূখণ্ডে প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা নিচ্ছে দেশটি। তারা ইংলিশ চ্যানেলের পাশে ক্যালাইসে চীনের গ্রেট ওয়ালের আদলে বিশাল ওয়াল তৈরির সিদ্ধান্ত নিয়েছে।

এই ওয়াল তৈরির জন্য যুক্তরাজ্যের করদাতারা দুই মিলিয়ন পাউন্ড দেবেন। প্রায় এক মাইল দীর্ঘ এই ওয়াল বন্দরের মূল সড়কপথ বরাবর তৈরি করা হচ্ছে। কংক্রিটের এই ওয়াল ১৩ ফুট লম্বা হবে।

খুব শিগগিরই এর নির্মাণকাজ শুরু করা হবে বলে যুক্তরাজ্যের মন্ত্রীরা মঙ্গলবার জানিয়েছেন।

United_Kingdom

ব্রেক্সিটের আগে ক্যালাইসে ‘জঙ্গল ক্যাম্প’ গড়ে সেখানে ১০ হাজার অভিবাসীকে আশ্রয় দেয় যুক্তরাজ্য। বর্তমানে ক্যালাইসে বেড়ার সীমানা দেওয়া আছে। তবে অভিবাসীরা বেড়ার ভেতর দিয়ে বন্দরের পাশ দিয়ে চলাচলকারী লরিতে আত্মগোপন করে যুক্তরাজ্যের মূল ভূখণ্ডে ঢুকে পড়ছেন বলে অভিযোগ দেশটির কর্তৃপক্ষের।’

নির্মিতব্য এই ওয়ালের বিরোধিতা করে যুক্তরাজ্যের সড়ক পরিবহন সংস্থার কেট গিবস বলেন, ‘করদাতাদের অর্থের কলঙ্কজনক অপচয় হবে এই ওয়াল, যা সড়কে সমস্যা কেবল বাড়াবেই।’

তিনি বলেন, ‘এই অর্থ সড়কে নিরাপত্তা বাড়ানোর কাজে ব্যবহার করলেই বরং অনেক বেশি ভাল হতো। আমরা আমাদের চালকদের বলে দিয়েছে, ক্যালাইসের ১৫০ মাইলের মধ্যে না থামতে। এটাকে ক্যালাইসের গ্রেট ওয়াল বলা হচ্ছে। কিন্তু এটা কী এমন কল্যাণ বয়ে আনবে? এই ওয়াল আসলে খুব কমই উদ্দেশ্যসাধন করবে এবং কোনো নিরাপত্তাই নিশ্চিত করবে না।’