অর্থ আত্মসাতের মামলায় জিপিও কর্মচারীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : ভুয়া বিল ভাউচারের মাধ্যমে প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের মামলায় ঢাকা মহনগর উত্তর ডাক বিভাগের প্রাক্তন অপারেটর (বাজেট শাখা) মনসুরুছ সামাদ চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার তিন নম্বর বিশেষ জজ মো. আবু আহমেদ জমাদার বুধবার এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে মামলায় কেন্দ্রীয় ডাক বিভাগের কর্মচারী অপর সাত আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।

খালাসপ্রাপ্তরা হলেন- প্রাক্তন বিল পেইড অপারেটর মো. মোতালেব হোসেন মোল্লা, মো. ইউসুফ আলী, তাজুল ইসলাম হেলালী, এ কে এম শহিদুল ইসলাম, মোতালেব হোসেন, এ কে এম মাহাবুবুর রহমান ও মো. বিলাল হোসেন। খালাসপ্রাপ্তদের পক্ষে অ্যাডভোকেট আমিনুল গণি টিটো মামলা পরিচালনা করেন। দণ্ডিত আসামি জামিন নিয়ে পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ২ কোটি ৮৬ লাখ  ৯১ হাজার ১৯ টাকা আত্মসাতের অভিযোগে জিপিওর ঢাকা মহানগরের উত্তরের বাজেট শাখার প্রাক্তন অপারেটর মো. মনসুরুছ সামাদ চৌধুরীর বিরুদ্ধে ২০০৪ সালের ১৮ আগস্ট মামলাটি করেন পোস্ট অফিস পরিদর্শক আব্দুর রশিদ মোল্লা। তদন্তে ৫ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৩১০ টাকা দুর্নীতির প্রমাণ পেয়ে দণ্ডিত ও খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে ২০১১ সালের ১৩ অক্টোবর অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপসহকারী পরিচালক ফজলুল বারী।