অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেনের ৫০০ যাত্রী

নিজস্ব প্রতিবেদক : বুধবার রাতে রাজধানীর আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল পারাবত এক্সপ্রেস ট্রেনের প্রায় পাঁচ শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার সকালে উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘বুধবার রাতে সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর যাচ্ছিল। পথে আজমপুর কাঁচাবাজার এলাকায় রেললাইন সংলগ্ন একটি ট্রাক থেকে স’মিলে কাঠের গুড়ি নামাচ্ছিল শ্রমিকরা। এ সময় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ট্রাকটির। এতে একটি কাঠের গুড়ি ট্রেনের নিচে পড়লে প্রায় দুইশ ফুট ট্রেনটি চলার পর বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টার পর গুড়িটি সরিয়ে ফেললে পুনরায় ট্রেন ছেড়ে যায়।’

বিমানবন্দর স্টেশন ম্যানেজার মরণ চন্দ্র রাইজিংবিডিকে বলেন, ‘দুইশ ফুট চলার সময় ট্রেনের বগি উল্টে কিংবা আগুন লাগতে পারতো। সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা রক্ষা পাওয়া গেছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ট্রেনটিতে প্রায় পাঁচ শতাধিক যাত্রী ছিল।’