অল্পের জন্য রক্ষা পেল ৫ শতাধিক যাত্রী

চাঁদপুর সংবাদদাতা : গ্রীনলাইন-২ লঞ্চের প্রায় পাঁচ শতাধিক যাত্রী অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

শনিবার সদরঘাট থেকে ছেড়ে যাওয়া লঞ্চটি চাঁদপুরের মেঘনা মোহনা অতিক্রম করার সময় বেলা ১১টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী একজন জানান, মেঘনা মোহনায় প্রচণ্ড বাতাসে হঠাৎ লঞ্চের সামনের অংশের গ্লাস ফেটে যায়। এর কিছুক্ষণ পরে লক ভেঙে সামনের প্রধান গেটটিও খুলে যায়। লঞ্চের স্টাফরা চেষ্টা করেও গেটটি আর বন্ধ করতে পারেননি। এর ফলে প্রচণ্ড ঢেউয়ে লঞ্চের ভেতরে পানি প্রবেশ করতে থাকে।

এ সময় যাত্রীরা ভয়ে চিৎকার করতে থাকেন। এ অবস্থায় লঞ্চটি চাঁদপুর ঘাটে ভেড়ানো হয়। এটি চাঁদপুর রকেট ঘাটে অবস্থান করছে। যাত্রীরা কেউ বাইরে এবং কেউ ভেতরে অবস্থান করছেন।

লঞ্চ কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক মনে হলে গ্রীনলাইন-২ পুনরায় বরিশালের উদ্দেশে যাত্রা করবে।

চাঁদপুর বন্দরের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, গ্রীনলাইন-২ চাঁদপুর ঘাটে আছে। তবে তারা ত্রুটি দূর করতে পারলে আজই বরিশালের উদ্দেশে রওয়ানা করবে।