র‍্যাব সদর দপ্তরে দ্বিতীয় জানাজা

অশ্রুসিক্ত নয়নে ইসমাইলকে বিদায় দিল সহকর্মীরা

র‍্যাবের এয়ার উইংয়ের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের দ্বিতীয় জানাজা র‍্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে কর্নেল ইসমাইলের নিথর দেহ বিদায় জানানোর সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন সহকর্মীরা।

বৃহস্পতিবার (১১ আগস্ট) র‍্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন, স্বরাষ্ট্র মন্ত্রণায়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, র‍্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, নিহত ইসমাইলের পরিবারসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও র‍্যাব সদস্যরা।

এর আগে সকালে কর্নেল ইসমাইলের নিথর মরদেহ র‍্যাব সদর দপ্তরে আনা হয়। মরদেহটি র‍্যাব সদস্যদের স্মৃতিতে নির্মিত ‘প্রেরণা ধারায়’ রাখা হয়। সেখানে আইজিপি ও র‍্যাব ডিজি, ঊর্ধ্বতন কর্মকর্তারা মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়।

বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটে লে. কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের মরদেহ দেশে আনা হয়। র‍্যাব প্রধান নিহতের মরদেহ বুঝে নেন।

একইদিন রাতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তার নিজ এলাকা রাজধানীর কালশীর বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে।