অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ব্যাটসম্যানরা ব্যবহার করছেন রঙিন ব্যাট

ক্রীড়া ডেস্ক : এবারের অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ব্যাটসম্যানরা ব্যবহার করছেন রঙিন ব্যাট। এ দেখে ‘স্পার্টান স্পোর্টস’ নামক একটি ক্রীড়াসামগ্রি প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের অ্যাম্বাসেডর মহেন্দ্র সিং ধোনিকে আইপিএলে রঙিন ব্যাটে পারফর্ম করাতে চায়।

আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টসের অধিনায়ক ধোনি।

রঙিন ব্যাট প্রসঙ্গে স্পার্টান স্পোর্টসের ক্রিকেট ম্যানেজার ক্যামেরন মার্চেন্ট বলেন, ‘রঙিন ব্যাট ব্যবহারের জন্য আমরা ধোনিকে স্বাগত জানাচ্ছি। সে নিঃসন্দেহে একজন আদর্শ রোল মডেল এবং চমৎকার ক্রিকেটার। বাচ্চারা সবসময় তাকে দেখে অনুপ্রানিত হয়।’

বর্তমানে পুরো বিশ্বের ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে রঙিন ব্যাট ব্যবহার করা বৈধ। তবে কিছুদিন আগে সিডনি থান্ডার্সের আন্দ্রে রাসেলের কালো ব্যাট ব্যবহারে আপত্তি জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের দাবি এতে বলের গায়ে কালো দাগ পড়ে যায়। পরে অবশ্য এ নিষেধাজ্ঞা উঠে যায়। পরের ম্যাচ থেকেই কালো ব্যাট হাতে মাঠে নামতে পারবেন রাসেল।

এ প্রসঙ্গে স্পার্টান স্পোর্টস জানায়, রঙিন ব্যাট ব্যবহারে বলে দাগ পড়ার কোন সম্ভাবনা নেই। যেহেতু একজন ব্যাটসম্যান তার নিজ দলের জার্সির রঙের সাথে মিলিয়ে যে কোন ব্যাট ব্যবহার করতে পারবেন, তাই এ ব্যাট ব্যবহারে কোন প্রশ্ন থাকার কথা নয়। রঙিন ব্যাট শুধুমাত্র বিনোদনের জন্যই ব্যবহৃত হয়।

সবকিছু ঠিকঠাক থাকলে এই আইপিএলেই রঙিন ব্যাট হাতে মাঠে নামবেন ধোনি। দর্শকরাও পেতে যাচ্ছেন বিনোদনের নতুন মাত্রা।