অস্ত্র মামলায় শিবিরের তিন ক্যাডারকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত

চট্টগ্রাম : একে-৪৭ রাইফেলসহ একাধিক অস্ত্র উদ্ধারের মামলায় চট্টগ্রামের তিন দুর্ধর্ষ জামায়াত-শিবিরের ক্যাডারকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে চট্টগ্রামের বিশেষ ট্রাইবুন্যাল-৭ বিচারক ও যুগ্ম মহানগর দায়রা জজ বিলকিস আক্তার এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত তিন শিবির ক্যাডার হলো সরওয়ার প্রকাশ বাবলা (২৯), নূরুন্নবী প্রকাশ ম্যাক্সন (৩৩) ও মানিক প্রকাশ গিট্টু মানিক (২৯)। এরা বর্তমানে কারাগারে রয়েছে।

আদালতে বেঞ্চ সহকারী মো. ফুয়াদ হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৪ জুলাই ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বিশ্ব রোড চৌরাস্তার মোড় থেকে চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী ও শিবির ক্যাডার সরওয়ার এবং ম্যাক্সনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা পুলিশের একটি দল। পরে তাদের স্বীকারোক্তি মতে গ্রেপ্তারের দুদিন পর ৬ জুলাই ভোর ৪টায় নগরীর বায়েজিদ বোস্তামি থানার ওয়াজেদিয়া হামিদপুর এলাকায় তাদের সহযোগী শিবির ক্যাডার মানিকের বাড়ির পেছনে পুকুরপাড় থেকে একটি বস্তা ভর্তি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল ১টি একে-৪৭ রাইফেল ও ২৭ রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি, একটি দেশিয় তৈরি বন্দুক, একটি দেশি ওয়ান শ্যুটারগান এবং একটি দেশীয় তৈরি এলজি।

এ সময় পুলিশ মানিককেও আটক করতে সক্ষম হয়। এই অস্ত্র উদ্ধারের ঘটনায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।