অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও ফেসবুকে এইচডি ভিডিও আপলোড

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ফেসবুক মাঝে মাঝে তাদের অ্যান্ড্রয়েড অ্যাপে বেশ কিছু অঘোষিত পরিবর্তন ও আপডেট করে থাকে।

নতুন একটি রিপোর্টে বলা হয়েছে, ফেসবুক তাদের অ্যান্ড্রয়েড অ্যাপের সেটিংসে এইচডি ভিডিও আপলোডের অপশন যুক্ত করেছে।

ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা ফেসবুকে উচ্চ কোয়ালিটির ভিডিও হিসেবে এইচডি ভিডিও আপলোড করতে পারবেন। অ্যান্ড্রয়েড পুলিশ জানিয়েছে, সকলে না হলেও বেশিরভাগ ব্যবহারকারীরা এই পরিবর্তন পাওয়া শুরু করেছেন। উচ্চ কোয়ালিটির ছবির মতো উচ্চ কোয়ালিটির ভিডিও আপলোড করতে পারছেন ফেসবুকে।

আইফোন ব্যবহারকারী প্রায় দুই বছর আগে থেকেই ফেসবুকে এইচডি ভিডিও আপলোডের সুবিধা পেয়ে আসছেন। দীর্ঘ প্রতীক্ষার পর এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করেছে ফেসবুক।