অ্যাপলের আইফোন বিক্রির হার কমেছে

কাগজ অনলাইন ডেস্ক: টেক জায়ান্ট অ্যাপল চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) আইফোনের উৎপাদন ১০ শতাংশ কমিয়ে দিবে বলে নিক্কেই ফিন্যানশিয়ালের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

২০১৬ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকেও প্রতিষ্ঠানটি ৩০ শতাংশ উৎপাদন কমিয়েছিল এবং প্রথমবারের মতো অ্যাপলের আইফোন বিক্রির হার কমেছে। আইফোন বিক্রির হার কমলেও ওই বছরই শত কোটি আইফোন বিক্রির মাইলফলক ছুঁয়েছে অ্যাপল।

এ ছাড়াও অ্যাপলের শেয়ার মূল্য ০.৮৪ শতাংশ কমেছে বলেও জানানো হয় ওই প্রতিবেদনে।

তবে অ্যাপলের মুখপাত্র এ প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।