আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন

শিক্ষা নিউজ : ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি বিশ্ববিদ্যালয়) এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলেজ অব নার্সিং এবং কোয়ান্টাম ফাইন্ডেশনের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার ২৪ জানুয়ারী ২০১৬ দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মাহমুদা খানম ও বোর্ড অব গভনর্সের সদস্য প্রফেসর ড. কে এম সুলতানুল আজিজ অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এম এ জব্বার, ডা. এ এস এ মাসুদ, কো-অর্ডিনেটর, কলেজ অব নার্সিং, প্রফেসর মোহাম্মদ শাহজাহান, ডিপার্টমেন্ট অব ইকোনোমিক্স, কানাডা থেকে আগত, ভলানটারী ফ্যাকালটি আর এন এমিলি হাগ এবং কোয়ান্টাম ফাইন্ডেশনের সমন্বয়ক জনাব হাবিবা নাজনিন, নাজমা পারভিন, সেগুপতা বেহতারিন অন্তরা অনুপমা অধরা, রোজি আহমেদ, শামিম জাহান, নাফিসা গুলসান, জামান উদ্দিন, তানভির প্রমুখ। রক্তদান কর্মসূচী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ স্বতঃস্ফুর্তভাবে স্বেচ্ছায় অংশগ্রহন করে। অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হয়ে এবং শেষ হয় বিকাল ৫টায়। প্রায় ৫০০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়।