আইএস বিরুদ্ধে লড়াইরত সিরীয় সেনারা ইরাক সীমান্তে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত সিরীয় সেনারা ইরাক সীমান্তে পৌঁছেছে।

২০১৫ সালের পর এই প্রথম এ ধরনের পদক্ষেপ নিল সিরিয়া। তবে সিরীয় সেনারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন একটি অঞ্চলে অবস্থান নিয়েছে, যার কাছে রয়েছে যুক্তরাষ্ট্রের অপারেশন ঘাঁটি। এ ঘাঁটিকে কেন্দ্র করে দামেস্ক ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা রয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সহযোগীদের সহযোগিতায় শুক্রবার সিরীয় সামরিক ইউনিট সিরিয়া-ইরাক সীমান্তে পৌঁছেছে। আত-তানফের উত্তর-পূর্বে অবস্থান নিয়েছে তারা।

আইএসের বিরুদ্ধে অভিযান চালাতে আত-তানফের একটি গ্যারিসন ব্যবহার করে যুক্তরাষ্ট্র। এখান থেকে তারা সিরিয়ার বিদ্রোহীগোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ দেয় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে।

সানার খবরে আরো বলা হয়, ওই এলাকা থেকে আইএসের সবশেষ আস্তানা নির্মূল করার পর সেখানে সিরীয় সেনারা অবস্থান নিয়েছে।

এর আগে লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়া-ইরাকের সীমান্তে আত-তানফের ৭০ কিলোমিটারের আশপাশে অবস্থান নিয়েছে সিরীয় সেনারা। তবে সিরিয়া সরকারের এই পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের বাহিনীর রক্ষায় যা করার, তাই করবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন