আইজিপি ব্যাজ পাচ্ছেন ৩২৯ জন পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক : রোববার পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, অপরাধের রহস্য উদঘাটন, সরকারি ও ব্যক্তিগত কর্মকাণ্ডে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করাসহ বিভিন্ন অবদানের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ব্যাজ পাচ্ছেন ৩২৯ জন পুলিশ সদস্য। ১০ জানুয়ারি রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে আইজিপি এ কে এম শহীদুল হক তাদের ব্যাজ পড়িয়ে দেবেন।

আরো জানানো হয়, ছয়টি ক্যাটাগরিতে এ ব্যাজ দেওয়া হবে। এ ক্যাটাগরিতে আইজিপি ব্যাজ পাচ্ছেন ৭৭ জন, বি ক্যাটাগরিতে ১০৬, সি ক্যাটাগরিতে ৬৭, ডি ক্যাটাগরিতে ২৩, ই ক্যাটাগরিতে ২৮ ও এফ ক্যাটাগরিতে ২৮ জন পুলিশ সদস্য এ ব্যাজ পাচ্ছেন।