আইসিইউ সংকটে রোগীরা ছুটছেন হাসপাতাল থেকে হাসপাতালে

লকডাউনে হাসপাতালে রোগীর চাপ কমলেও আইসিইউ সংকট আরো বেড়েছে। শয্যা না পেয়ে মুমূর্ষু রোগীরা ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। কমেছে করোনার নমুনা পরীক্ষা করতে আসা লোকজনের উপস্থিতিও।

শারীরিক সমস্যায় ভুগতে থাকা নানা রোগী অক্সিজেনের না পাওয়ায় মুমূর্ষু অবস্থাতেই ছুটছে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে।

রাজধানীর হাসপাতালগুলোয় দিনভরই করোনায় বিপন্ন মানুষের এমন উপস্থিতি চোখে পড়ে। আইসিইউ সংকট যেন ক্রমেই তীব্র হচ্ছে। আর তাই বাড়ছে হাসপাতালে থেকে হাসপাতালে অসহায় রোগীদের ছোটাছুটিও।

এক ভুক্তভোগী বলেন, আইসিইউ পাচ্ছি না। এখন মহাখালীতে একটা হাসপাতালে পেয়েছি। তাই সেখানে নিয়ে যাচ্ছি।

স্বাস্থ্যকর্মীরা বলছেন, সর্বাত্মক লকডাউন শুরু হওয়ার পর হাসপাতালে রোগীর চাপ কিছুটা কমেছে।

স্বাস্থ্যকর্মীরা আরও বলেন, এখন অনলাইনের মাধ্যমে সিরিয়াল নেওয়া হয়। সময় বলে দেওয়া হয়। সে সময়েই আসেন রোগী।

এদিকে মুগদা জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার নিবন্ধন অনলাইনে হওয়ায় আগের থেকে ভোগান্তি অনেকটাই কমেছে বলে জানান আগতরা।