আইসিএবি ও জবি সহযোগিতা চুক্তি স্বাক্ষর

জবি প্রতিনিধি : দ্য ইনস্টিটিউট অব চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশের (আইসিএবি) সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার দুপুরে জবি ভিসির সভাকক্ষে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আইসিএবির পক্ষে প্রেসিডেন্ট আদিব হোসেন খান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি ড. মীজানুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ভিসি বলেন, বর্তমানে চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের অনেক ক্ষেত্রে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। এতে করে মেধাবী শিক্ষার্থীদের এ পেশায় আগ্রহ হ্রাস পাচ্ছে। চ্যার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের যথাযথ মূল্যায়ন ও তাদের সম্মানীর ব্যাপারে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের চেয়ারম্যান ড. মোহা. আলী নূরসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।