আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম: আবহাওয়া অধিদফতর

মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় থাকায় রোববার সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘে ঢেকে আছে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আজ সকালে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, মৌসুমি বায়ুর প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বিকেলে পরিস্থিতির পরিবর্তন হতে পারে।

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে দেশের অন্যান্য অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। লঘু চাপের কারণে গত কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হয়েছে। তবে এখন ধীরে ধীরে সেই পরিস্থিতি কেটে যেতে শুরু করেছে।

এদিকে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।