আগামি ১৯ ডিসেম্বর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠিত

‍নিজস্ব প্রতিবেদক : আগামি ১৯ ডিসেম্বর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সমাবর্তনের আনুষ্ঠানিকতা বেলা আড়াইটায় শুরু হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো: আব্দুল হামিদ।

রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান এ কথা জানান। তিনি বলেন, ‘সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, কমনওয়েলথ অব লার্নিং ( কানাডা) এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক আশা কানওয়ার।’

তিনি আরো বলেন, ‘উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছয়টি স্কুলের ৫ হাজার ১২ নিবন্ধিত গ্রাজুয়েট সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। সমাবর্তনে অংশগ্রহণকারীদের জন্য আগামী ১৯ ডিসেম্বর সংসদ ভবন এলাকা থেকে সকাল সাড়ে ৬টা থেকে ৭ টা পর্যন্ত ২৮টি বাস ছেড়ে যাবে।’

তিনি বলেন, ‘ইতোপূর্বে এ বিশ্ববিদ্যালয়ের চারটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ চতুর্থ সমাবর্তন গত ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন উপলক্ষে নতুন রূপে গাজীপুর ক্যাম্পাসকে সাজানো হয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আবু তাহের, তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মো. আবুল কাসেম শিকদার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।