আগামীকাল শারদীয় দুর্গাপূজা

আগামীকাল শারদীয় দুর্গাপূজা

কাল শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা মহামারীর কারণে এবার উৎসবের আনুষ্ঠানিকতা কমিয়ে আনা হয়েছে। মন্দিরে মন্দিরে চলছে রং তুলির শেষ মুহূর্তের আঁচড় আর দেবীর সাজসজ্জার কাজ।

ধর্মীয় বিশেষজ্ঞদের মতে, দোলায় দেবীর আগমন আর দেবীর গমন হাতিতে চড়ে। সময় যতো গড়াচ্ছে ব্যস্ততা বাড়ছে ভক্তদেরও। আয়োজকদের ফরমায়েশ অনুযায়ী গড়ে তোলা হচ্ছে দৃষ্টিনন্দন অস্থায়ী পূজামণ্ডপ।

প্রতিমা শিল্পী জানান, কাজ শেষ হয়ে গেছে। এখন প্রতিমাকে রং দেওয়াসহ অন্য কাজগুলো শেষ করা হচ্ছে।

ভক্তরা বলছেন, জাঁকজমক আয়োজন না থাকলেও পূজা যথারীতি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হবে। মা দুর্গারকে আমরা প্রার্থনা করবো। বিশ্বের সকল মানুষ যেন করোনামুক্ত হয়।

শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য জেলা ও পুলিশ প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা চেয়েছে পূজা কমিটি।

পূজা উৎযাপন পরিষদ কর্তৃপক্ষ জানান, করোনার কারণে এবারের দুর্গাপূজা অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।