আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষে

নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচন হবে মুক্তিযুদ্ধের পক্ষে। বিএনপি এখনই অনুধাবন করছে আগামী নিবার্চনে তাদের ভরাডুবি হবে। এ জন্য ফখরুল ও রিজভী প্রলাপ বকছেন।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, তাদের (ফখরুল ও রিজভী) বক্তব্যে কোনো শিষ্টাচার নেই। আগামী নিবার্চন সুষ্ঠু হবে। সেই নির্বাচনের আয়োজন করবে ইসি আর নিবার্চনকালীন সরকারের দায়িত্ব পালন করবে বর্তমান সরকার।

তিনি বলেন, বিএনপিকে মাঠে ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না। তারা অবাধে বিচরণ করতে পারবে সেটার সুযোগ দেওয়া হবে না। নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। তাই আগামী নির্বাচনে প্রস্তুতি নেন। কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি কোনো আলাপ-আলোচনা করারও কিছু নেই।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি গোলাম মাওলা, আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্না, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন টয়েল প্রমুখ।