আগামী বছর কোরবানি জন্য পশু জবাই নিদিষ্ট স্থানে করতে হবে

ঢাকা উত্তর সিটি কপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আগামী বছর কোরবানি জন্য পশু জবাই নিদিষ্ট স্থানে করতে হবে। এজন্য যা যা করা দরকার তাই করা হবে।

যত্রতত্র পশু কোরবানি করে শহর নোংরা করতে দেওয়া যাবে না।
বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশানের নগর ভবনে ঈদুল আজহা পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, আগামী দিনে স্লোটার হাউসে গরু কোরবানি দিতে হবে। এজন্য প্রতিটি এলাকায় স্লোটার হাউস করার চিন্তা করা হচ্ছে। কেউ নির্দিষ্ট স্থান ছাড়া আগামী বছর পশু কোরবানি দিতে পারবেন না। এজন্য প্রয়োজন হলে আইন করে ব্যবস্থা নেওয়া হবে। কেউ নিজের বাড়িতে পশু জবাই করলেও জরিমানা করা হবে। সে ব্যাপারেও আইন করা হবে।

তিনি বলেন, আল্লাহ রহমতে সবার অবিরাম চেষ্টায় শ্রমিক ভাই বোনদের সহায়তায় গতরাত ১২টার মধ্যে নগরকে শতভাগ পরিচ্ছন্ন করতে পেরেছি। দেশ উন্নত হচ্ছে পশু কোরবানি কনসেপ্ট মান্ধাতার আমলের রয়ে গেছে। জনগণের সাহায্য চাই, গুনীজনের সাহায্য চাই, সবাইকে নিয়ে আগামী দিনে নিদিষ্ট স্থানে পশু জবাই দেবো।