আগামী শনিবার বিএসসি নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নবনির্মিত নিজস্ব ভবন আগামী শনিবার উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তারা জানান, ১৫ এপ্রিল বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী রাজধানীর দিলকুশায় দৈনিক বাংলা মোড় সংলগ্ন শিপিং করপোরেশনের নিজস্ব ভবন বিএসসি টাওয়ার উদ্বোধন করবেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান উপস্থিত থাকবেন।

এর আগে ২০১১ সালে মন্ত্রী শাজাহান খান ভবনটির নির্মাণ কার্যক্রম উদ্বোধন করেন। সাড়ে ১০ কাঠা জমিতে ২৫ তলা ভবনটির নির্মাণে ব্যয় হয়েছে ৫৭ কোটি ৮৩ লাখ ৯ হাজার টাকা। রিপিট পাবলিক অফার (আরপিও) থেকে প্রাপ্ত টাকা থেকে এ খরচ মেটানো হয়েছে।

বিএসসির নিজস্ব ভবন নির্মাণের জন্য রাজউক থেকে ১৯৭৩ সালে বর্তমান প্লটটি (প্লট ২ ও ৩) বরাদ্দ দেওয়া হয়। ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির ১০নং আদেশ বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ শিপিং করপোরেশন প্রতিষ্ঠা করেন।