আগামী ৩দিন দেশে বৃষ্টির শঙ্কা

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে গেলেও আগামী তিন দিন সারাদেশে বৃষ্টির শঙ্কা থাকছে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী ও রংপুরের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পরে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা বাড়তে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার সামান্য পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর আগামী পাঁচ দিন পর্যন্ত বৃষ্টি বা বজ্রবৃষ্টি বাড়তে পারে বলে জানানো হয়েছে।