আগামী ৩ অক্টোবরের পরে আর টিকা দেয়া হবে না: স্বাস্থ্যের ডিজি

করোনার টিকার প্রথম ডোজ আগামী (৩ অক্টোবর) থেকে আর দেয়া হবে না।

তাই শেষবারের মতো আজ থেকে ওইদিন পর্যন্ত (৩ অক্টোবর) প্রথম ও দ্বিতীয় ডোজের বিশেষ ক্যাম্পেইন করছে স্বাস্থ্য অধিদফতর। আপাতত উপজেলা পর্যায়ে দেয়া না গেলেও ১১ অক্টোবর থেকে পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য জেলাপর্যায়ে দেয়া হবে করোনার টিকা।

বুধবার (২৮ সেপ্টেম্বর) মহাখালীর স্বাস্থ্য ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

৫ থেকে ১১ বছরের শিশুদের জেলা পর্যায়ে করোনার টিকা দিতে ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে কার্যক্রম। এখনও তিন কোটি বেশি টিকা হাতে আছে অধিদফতরের। তবে চতুর্থ ডোজ দেয়ার বিষয়ে কোনো নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আসেনি বলেও জানান মহাপরিচালক।