আগামী ৪ থেকে ৬ সপ্তা‌হের ম‌ধ্যে চিকুনগু‌নিয়া নিয়ন্ত্র‌ণে আস‌বে দাবি : মেয়র

সচিবালয় প্রতিবেদক : আগামী ৪ থেকে ৬ সপ্তা‌হের ম‌ধ্যে চিকুনগু‌নিয়া নিয়ন্ত্র‌ণে আস‌বে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

সাঈদ খোকন বলেন, চিকুনগু‌নিয়া নি‌য়ে আত‌ঙ্কিত হওয়ার কিছু নেই। চিকুনগুনিয়া মশাবাহিত রোগ, নরমাল ওষুধে কয়েক দিনের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে। মশক নিধন কার্যক্রম অব্যাহত আছে। আশা করি, আগামী ৪ থেকে ৬ সপ্তা‌হের ম‌ধ্যে চিকুনগু‌নিয়া নিয়ন্ত্র‌ণে চলে আস‌বে।

সারা দেশে ১৫০ জন চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, সচিব মো. সিরাজুল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।