আজকের তারিখে ভয়ঙ্কর জঙ্গি হামলার সাক্ষী হলি আর্টিজান

নিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্ট। ২০১৬ সালের ১ জুলাই রাতে জঙ্গিরা কমান্ডো স্টাইলে রেস্টুরেন্টটিতে হামলা করে।

গভীর রাত পর্যন্ত তারা উগ্র মৌলবাদে বিশ্বাসী হয়ে লাল রক্তের নেশায় মেতে ওঠে। কুপিয়ে এবং গুলি করে দেশি-বিদেশি ২০ নাগরিককে হত্যা করে। জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।

হামলার পরই আইন-শৃঙ্খলা বাহিনী নব্য জেএমবির বিরুদ্ধে জোর তৎপরতা শুরু করে বলে পুলিশ কর্মকর্তারা জানান।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, ‘ওই রাতে কারা, কী কারণে হামলা করেছিল, কতজন মারা গেছে, তাদের ময়নাতদন্ত রিপোর্ট, রাসায়নিক পরীক্ষাসহ মামলার অনেকাংশের তদন্ত প্রায় শেষ দিকে। কিন্তু সমস্যা হলো, এটি এত বড় একটি হামলা-মামলার তদন্ত যে প্রায় প্রতিদিনই নতুন নতুন তথ্য মিলছে। এ কারণে তদন্তে একটু সময় লাগছে। আদালতেও এ কারণে সময় চাওয়া হচ্ছে।’

এর পেছনে তো বিপুল পরিমাণ অর্থও ব্যয় হয়েছে? এমন প্রশ্নের জবাবে মনিরুল বলেন, ‘এ কথা ঠিক যে এ হামলায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। এর মধ্যে কিছু টাকা মধ্যপ্রাচ্য থেকে এসেছে বলে তথ্য আছে। তবে অর্থের তদন্ত এখনো জোরালোভাবে চলছে। আবার এ হামলার তদন্ত করতে গিয়েই মূলত নব্য জেএমবির সব কিছু বেরিয়ে আসে। এরপরই তাদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু হয়। বেশ কিছু জঙ্গি আস্তানার সন্ধানও মেলে।’

মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন নব্য জেএমবির প্রধান নারায়ণগঞ্জে নিহত তামিম চৌধুরী, নূরুল ইসলাম মারজানসহ আরও কয়েকজন। যারা হামলায় মাস্টার মাইন্ডের ভূমিকা পালন করে। হামলাকারী পাঁচ জঙ্গি সেনাবাহিনীর কমান্ডো অভিযানে মারা গেছে। হামলার বেশিরভাগ টাকা সাভারে র‌্যাবের অভিযানে নিহত আব্দুর রহমান ওরফে সরোয়ার যোগান দিয়েছে। সেই নব্য জেএমবির অর্থের যোগানদাতা ছিল। তবে সে কোথায়, কীভাবে টাকাগুলো পেত তা অনেকাংশে স্পষ্ট নয়। এছাড়া চকলেট ভাইসহ আরও কয়েকজন এখনো পলাতক রয়েছে। যাদের ব্যাপারে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, হামলায় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে প্রবেশের তথ্য মিলেছে। তবে সেগুলো কোন দেশ থেকে এসেছে, কীভাবে দেশে আসার পর জঙ্গিগোষ্ঠীর কাছে গেল, মূলত এসব বিষয় নিশ্চিত করতে তদন্ত চলছে। পাশাপাশি বিদেশিরাও হামলার শিকার হয়েছেন। তাদের চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্তের বিষয় আছে। এরপরই একটি পরিপূর্ণ চার্জশিট আদালতে দেওয়া হবে বলে ডিবির এই ইন্সপেক্টর জানান।’

ঘটনার দিন হলি আর্টিজানে আটকা পড়েন সুমন রেজা। অবশ্য কৌশলে তিনি সেদিন উপরের ছাদ থেকে লাফিয়ে পালিয়ে আসেন। একটি বেসরকারি ব্যাংকের এ কর্মকর্তা ওই রাতের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, ‘যতটুকু মনে পড়ছে রাত পৌনে ৯টার দিকে আট থেকে ১০ জন যুবক অতর্কিতে আর্টিজানে ঢুকে পড়ে। তাদের একজনের হাতে ছিল তলোয়ার, বাকিদের কাছে আগ্নেয়াস্ত্র। ঢুকেই তারা কয়েকটি ফাঁকা গুলি করে এবং আল্লাহু আকবর বলে চিৎকার করে। তখন ভেতরে ২০ জনের মতো বিদেশি নাগরিকসহ অন্তত অর্ধশত মানুষ ছিলেন। জঙ্গিরা যখন বোমা মারছিল, তখন বিল্ডিং কাঁপছিল। বোমা মারতে মারতে সামনের দিকে এগুতে থাকে। কিছুক্ষণ পরপর থেমে থেমে গুলি করে। এরই মধ্যে অনেকেই জীবন বাঁচাতে পালানোর চেষ্টা করেন। কিন্তু হামলাকারী তরুণরা ভেতরে লোক খুঁজতে থাকে। অনেককেই বের করে বাথরুম কিংবা অন্য কোনো স্থানে আটকে রাখে। কয়েক ঘণ্টার মাথায় ওই এলাকা রক্তে রঞ্জিত হয়। অনেকেই জীবন বাঁচাতে যে আকুতি করেছে তা বর্ণনার ভাষা নেই। সে এক ভয়ঙ্কর রাত থেকে আল্লাহ হাতে ধরে রক্ষা করেছেন। এ স্মৃতি ভোলার নয়।’