আজ আন্তর্জাতিক তথ্য সুরক্ষা দিবস

নিজস্ব প্রতিবেদক : ‘গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন, তথ্য সুরক্ষা ও আস্থা প্রতিষ্ঠা’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ পালিত হচ্ছে ডাটা প্রাইভেসি ডে বা তথ্য সুরক্ষা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো রোববার বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে প্রতিবছর ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচি গ্রহণ করা হয়। ১৯৮১ সালে ইউরোপের সংগঠন ‘কাউন্সিল অব ইউরোপ’ কনভেনশন ১০৮ স্বাক্ষরের মধ্য দিয়ে বিশ্বের প্রথম ডাটা প্রাইভেসি ডে বা তথ্য সুরক্ষা দিবস পালন শুরু হয়।

এ উপলক্ষে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন আজ সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘প্রাইভেসি টক’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে।

সরকারের ইলেক্ট্রনিক সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক (যুগ্ম সচিব) আবুল মানসুর মোহাম্মদ শর্ফা উদ্দিন, প্রযুক্তিবিদ একেএম নজরুল হায়দার, বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক মো. মেহেদী হাসান সভায় অংশ নেবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।