আজ আমি বক্তৃতা করতে চাই না

সংসদ প্রতিবেদক : ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির (জাপা) দুজন সংসদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করেছেন। বুধবার সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কড়া ভাষায় এই দু’জন সংসদ সদস্যের সমালোচনার জবাব দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসময় সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘কাজী ফিরোজ রশিদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু যেভাবে অর্থমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেছেন- এটা তাদের কাছে কাম্য নয়।’ তিনি এই দুজন সংসদ সদস্যের উদ্দেশে বলেন, ‘আপনারা অর্থমন্ত্রীর বয়স নিয়ে কথা বলেছেন। আপনার দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ তো অর্থমন্ত্রীর চাইতে ৫ বছরের বড়।’

আলোচনার শুরুতে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজ আমি বক্তৃতা করতে চাই না। যখন জিয়াউদ্দিন বাবলু আর কাজী ফিরোজ রশিদ অনেক কিছুই বলছেন, তখন ভাবলাম কিছু বলা দরকার।’

তোফায়েল আহমদ বলেন, ‘আপনারা অর্থমন্ত্রীর বয়স নিয়ে কথা বলেন। আপনাদের পার্টির চেয়ারম্যানের বয়স অর্থমন্ত্রীর চাইতে ৫ বছর বেশি। যিনি আপনাকে একবার মহাসচিব বানান আবার বাদ দেন। আবার রুহুল আমিন হাওলাদারকে বানান আবার বাদ দেন। এই ক্ষমতাশালী লোকটি তো আপনাদের নেতা। বাবলু কি করে ভুলে গেলেন তার নেতার বয়স অর্থমন্ত্রীর চাইতে ৫ বছরের বেশি।’

বাণিজ্যমন্ত্রী এসময় জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে উদ্দেশ্য করে বলেন, ‘তিনি যদি বলতেন আপনি (এরশাদ) পদত্যাগ করেন তাহলে ভাল শোনা যেত।’

বাজেট আলোচনায় অংশ নিয়ে সমালোচনা যারা করেন তাদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন। আমরা নিজেরাও মন্ত্রীদের অনেকে এই বাজেটের সমালোচনা করেছি। এ বাজেট কেবিনেটে অনুমোদিত। বাজেট পেশের আগে আমরা কেবিনেট মিটিং করি এবং সেখানে বাজেট অনুমোদিত হয়। বাজেট অনুমোদনের সময় মন্ত্রী হিসেবে আমিও উপস্থিত থাকি। আমার যদি কোনো কথা থাকে ‘দ্যাট ইজ দি প্রোপার প্লেস হয়ার আই ক্যান সে’। অনুমোদন হয়ে যাওয়ার পরে যারা সংসদ সদস্য তারা বলতে পারেন। আমিও এই বাজেটের অংশ।’

তিনি আরো বলেন, ‘এটা প্রস্তাবিত বাজেট। এটাই চূড়ান্ত নয়। সমালোচনা থাকতে পারে। যেমন আবগারি শুল্ক ভ্যাট। এটি নিয়ে আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী ২৮ জুন কথা বলবেন। প্রধানমন্ত্রী বলেছেন বাজেটে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা দেখবো। প্রধানমন্ত্রীর প্রস্তাবের পর যে বাজেট পাস হবে সেটি হবে দেশের শ্রেষ্ঠ বাজেট।’