আজ প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: ৪৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ শুক্রবার শুরু হচ্ছে।

এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত আবেদনকারীরা নিজ নিজ জেলায় লিখিত পরীক্ষায় অংশ নেবেন। তিন ধাপে ঢাকার পাশাপাশি জেলায় জেলায় পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন পরীক্ষার্থী।

প্রথম ধাপে শুক্রবার ঢাকাসহ ২২টি জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীদের পরীক্ষা শুরু হচ্ছে আজ। এরমধ্যে ১৪টি জেলার সব উপজেলা এবং আটটি জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা হবে এ পরীক্ষা। প্রথম ধাপে ৩ লাখ ৯৬ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

আগামী ২০ মে দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ধাপে ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। ধাপে ৩০ জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীদের পরীক্ষা নেয়া হবে।

এছাড়া তৃতীয় ধাপের পরীক্ষা নেয়ার কথা রয়েছে আগামী ৩ জুন। তৃতীয় ধাপে ৪ লাখ ২৭ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এ ধাপে ৩১ জেলার বিভিন্ন উপজেলার পার্থীদের পরীক্ষা নেওয়া হবে।

এবার একটি পদের জন্য প্রতিদ্বন্দ্বী ২৯ জন। পরীক্ষা কেন্দ্র করে জালিয়াত চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।