আজ ফাঁসি কার্যকরের সম্ভাবনা নেই

গাজীপুর : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি আজ শুক্রবার রাতে কার্যকরের সম্ভাবনা নেই।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

কারাগার সূত্রে জানা গেছে, মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন না- বলে শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন।

প্রশান্ত কুমার বলেন, ‘আজ ফাঁসি কার্যকরের সম্ভাবনা নেই। তবে সরকারি আদেশ বাস্তবায়নে কারা কর্তৃপক্ষ সব সময় প্রস্তুত থাকে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ফাঁসি কার্যকরের দিন-ক্ষণ ঠিক করা হবে।’

জেলার নাশির আহমদ জানান, মীর কাসেম আলীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর ৪০ নম্বর কনডেম সেলে রাখা হয়েছে। তিনি সুস্থ আছেন। কারাগারের চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তাকে স্বাভাবিক খাবার দেওয়া হয়েছে।