‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। প্রতি বছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে ১৪ নভেম্বর দিবসটি পালিত হয়।

ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য—‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’।

দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি নানা কর্মসূচি গ্রহণ করেছে। সমিতির বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠান ও বিভিন্ন জেলায় অবস্থিত সমিতিগুলো কর্মসূচি পালন করবে।

সকাল সাড়ে ৮টায় শাহবাগে বারডেম কার পার্কিং থেকে রমনা পার্কের গেট পর্যন্ত রাস্তার একপাশে দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে রোড শো করা হয়। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত রমনা পার্কের গেটের পাশে, ধানমন্ডি রবীন্দ্রসরোবরে এবং এনএইচএন ও বিআইএইচএসের বিভিন্ন কেন্দ্রসংলগ্ন স্থানে বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে। সকাল ১০টায় বারডেম অডিটরিয়ামে আলোচনা ও প্রশ্নোত্তরের আয়োজন ছাড়াও সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চতুর্থ তলায় বিশেষ ছাড়ে হার্ট ক্যাম্প করা হবে।