আজ সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক: দশম জাতীয় সংসদের ১৬তম (বাজেট) অধিবেশন টানা আট দিন বিরতির পর ফের শুরু হতে যাচ্ছে।

রোববার বিকেল ৫টায় অধিবেশন আবারও শুরু হবে।

এ অধিবেশনেই ২৯ জুন সর্বসম্মতিক্রমে চলতি অর্থবছরের বাজেট পাস হয়। চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় এবং উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রাখতে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পাস করা হয়। গত ১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ বাজেট পেশ করেন।

নির্দিষ্টকরণ বিল-২০১৭ সংসদে গ্রহণের মধ্য দিয়ে এই বাজেট পাস করা হয়। বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়।

এরপর অধিবেশনের বৈঠক রোববার বিকেল ৫টা পর্যন্ত মুলতবি করা হয়। আর অধিবেশন ১৩ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।

চলমান দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৩০ মে শুরু হয়।