আড়াই কোটি টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের বেনাপোল পোর্ট থানার বারপোতা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৪০ পিস (৫ কেজি) স্বর্ণের বারসহ সজিব হোসেন (১৯) নামে এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটক সজিব যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার সাতমাইল মাঠপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানা যায় এক স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচার করবে। এ সংবাদের ভিত্তিতে বেনাপোল সদর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার হারাধনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বারপোতা সীমান্তে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ সজিবকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

পরে তার শরীর তল্লাশি করে ৫ কেজি ওজনের ৪০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, আটক সজিবকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। থানায় মামলা হয়েছে।