আদর্শ থেকে বিচ্যুত করা যাবে না

নিজস্ব প্রতিবেদক : সিপিবির মহাসমাবেশে বোমা হামলার ১৬ বছর পরেও বিচার না পাওয়া খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেন, ‘হত্যা-নির্যাতন করে আদর্শের লড়াই থেকে কমিউনিস্টদের কখনোই বিচ্যুত করা যাবে না।’

শুক্রবার রাজধানীর মুক্তি ভবনের সামনে অস্থায়ী বেদীতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘হত্যা-নির্যাতন করে আদর্শের লড়াই থেকে কমিউনিস্টদের কখনোই বিচ্যুত করা যাবে না। দেশের শাসকগোষ্ঠী দীর্ঘদিন ধরে নিজ স্বার্থে বিচারহীনতার সংস্কৃতি গড়ে তুলেছে। আর তার ফলেই আজ এ মামলায় দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘শ্রমিক ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে প্রাণ উৎসর্গ করা শহীদদের দেখানো পথে গার্মেন্ট শ্রমিক, হকারসহ দেশের শ্রমজীবী মানুষের লড়াই সংগ্রামে কমিউনিস্টদের ঝাঁপিয়ে পড়তে হবে। এই সংগ্রামকে শ্রমিক শ্রেণির রাজনৈতিক লড়াইয়ে পরিণত করতে হবে।’

২০০১ সালের এই দিনে রাজধানীর পল্টন ময়দানে সিপিবির মহাসমাবেশে বোমা হামলা করে। এতে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সিপিবি নেতা হিমাংশু মণ্ডল, খুলনা জেলার রূপসা উপজেলার সিপিবি নেতা ও দাদা ম্যাচ ফ্যাক্টরির শ্রমিক নেতা আব্দুল মজিদ, ঢাকার ডেমরা থানার লতিফ বাওয়ানি জুটমিলের শ্রমিক নেতা আবুল হাসেম ও মাদারীপুরের মুক্তার হোসেন ঘটনাস্থলে মারা যান।