আদালত প্রাঙ্গণে আইনজীবী-সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

সুনামগঞ্জ

সুনামগঞ্জে আদালত প্রাঙ্গণে আইনজীবী ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় আদালতে ডিউটিরত এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) পুলিশের ৪ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে পুলিশ সুপার মো. মিজানুর রহমান ৪ পুলিশ সদস্যদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যাহার হওয়া অন্য পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল পিন্টু, মোস্তাক ও আব্দুর রহমান।

এর আগে সোমবার (৮ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের একটি বিচারিক আদালতে মামলায় সাক্ষ্য দিতে আসেন দুজন পুলিশ সদস্য। এর মধ্যে একজন পুলিশ সদস্য মামলার আলামত রেখে এজলাস কক্ষ থেকে বের হয়ে যান। এতে বিচারক অসন্তুষ্ট হন। পরে ওই পুলিশ সদস্যকে ডেকে এনে এজলাস কক্ষে দাঁড় করিয়ে রাখা হয়।

এ ঘটনায় এজলাস কক্ষের বাইরে থাকা পুলিশ সদস্যরা উত্তেজিত হয়ে ওঠেন।

তখন আদালত কক্ষের বাইরের সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করতে গেলে যমুনা টেলিভিশন ও চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধির ওপর চড়াও হন পুলিশ সদস্যারা।

এ সময় আইনজীবীরা এগিয়ে আসলে পুলিশ সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গেও খারাপ আচরণ করেন।

এ ঘটনায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি তাৎক্ষণিক সভা করে পুলিশ সদস্যদের প্রত্যাহার দাবি জানায়। পরে ঘটনা তদন্তে পুলিশ দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।