আদিত্য পাঞ্চোলিকে ১ বছরের কারাদণ্ড

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের এক প্রতিবেশীকে মারধরের অভিযোগে বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চোলিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আন্ধেরির এক আদালত।

গতকাল শনিবার আদিত্যকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন ম্যাজিস্ট্রেট অমিতাভ। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ২০০৫ সালে আদিত্যর বিরুদ্ধে প্রতীক পাসরানি নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে। অদিত্যর আঘাতে ওই ব্যক্তির নাক ভেঙে যায়। গাড়ি পার্ক করা নিয়েই প্রতীকের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন আদিত্য। পরে তা হাতাহাতিতে গড়ায়। ডাক্তারি পরীক্ষায় প্রতীকের চোট প্রমাণিত হওয়ার পরই আদিত্যর বিরুদ্ধে আঘাত ও হুমকির অভিযোগে মামলা দায়ের করেন প্রতীক। এ মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আদিত্যকে এক বছরের কারাদণ্ড ও ২০ হাজার রুপি জরিমানা করেন আদালত।

এ রায় ঘোষণার পর আদিত্যর আইনজীবী আদালতের দ্বারস্থ হন। তারপর ১২ হাজার রুপি প্রদানের মাধ্যমে জামিনে মুক্তি পান আদিত্য।

এ প্রসঙ্গে আদিত্য বলেন, ‘আমি দৃঢ় চিত্তে বলছি, আমি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করিনি। কিংবা কোনো বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত নই। এমন কোনো অভিযোগ কিংবা প্রমাণও আমার বিরুদ্ধে নেই। আমি এই রায়ের বিরুদ্ধে অবশ্যই আপিল করব।’