আনুশকার বিরুদ্ধে আইন অমান্য করার অভিযোগ

বিনোদন ডেস্ক : অভিনেত্রী আনুশকা শর্মার বিরুদ্ধে আইন অমান্য করার অভিযোগ তুলেছেন তার এক প্রতিবেশী। মুম্বাইয়ের বারসোবার বদ্রিনাথ টাওয়ারের ২০ তলায় থাকেন এ অভিনেত্রী।

এই বিল্ডিংয়ের সাবেক সভাপতি সুনীল বাত্রা বৃহানমুম্বাই মহানগর করপোরেশনে (বিএমসি) অভিযোগ করেছেন, এ অভিনেত্রী তার ফ্লোরে চলার পথে অবৈধভাবে ইলেকট্রিক জংশন বক্স ইনস্টল করেছেন। এ ছাড়া আনুশকার পরিবার সোসাইটির আরো কিছু নিয়ম অমান্য করছেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সংবাদমাধ্যমে সুনীল বাত্রা বলেন, ‘আনুশকার পরিবার তাদের ফ্লোরে চলার পথে একটি কাঠের আলমারি স্থাপন করেছেন যা যাতায়াতের সময় সমস্যা করছে। এমনকি তাদের এয়ার কন্ডিশনারের অংশ বিশেষ বাইরের দিকে এমনভাবে রয়েছে যা ভেঙে পড়তে পারে। এটি ইতোমধ্যে ফাটল তৈরি করেছে।’

গত ৬ এপ্রিল বিএমসি’র পক্ষ থেকে এ বিষয়ে আনুশকার পরিবারের কাছে একটি চিঠি পাঠানো হয়। সেখানে লেখা হয়েছে, ‘২০০১ ও ২০০২ নম্বর ফ্ল্যাটের মালিককে জানানো যাচ্ছে, চলার পথে ইলেকট্রিক জংশন বোর্ড স্থাপন করা সোসাইটির কাছে অত্যান্ত আপত্তিকর। আপনি এই বক্স অপসারণ করুন, তা না হলে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

তবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন আনুশকার মুখপাত্র। তিনি বলেন, ‘২০১৩ সালে এ অভিনেত্রী ২০ তলায় তিনটি ফ্ল্যাট কিনেছেন এবং সব বিষয়ে তখন থেকেই অনুমতি নিয়েছেন। আনুশকা এবং তার পরিবার আইন মেনে চলেন এবং খুবই সচেতন নাগরিক। তারা এমন কিছু করবেন না যাতে অন্যের ক্ষতি হয়।’