আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে সোমবার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহব্যাপী চলা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে সোমবার।

‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগান নিয়ে গত ২৪ জানুয়ারি শুরু হয় দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব।

চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই উৎসব ঢাকা ছাড়াও দেশের মোট ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। এতে ৫৪টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

সোমবার সকালে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. মুহাম্মদ জাফর ইকবাল ক্ষুদে নির্মাতাদের প্রশংসাপত্র দেবেন।

বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ্ আবু সায়ীদ। আরো থাকবেন উৎসবের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার, চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. মুহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ মুন্নী এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা ও উৎসব উপদেষ্টা মোরশেদুল ইসলাম এবং উৎসব পরিচালক আবীর ফেরদৌস।

উৎসবের শেষ দিনের আয়োজনে যা থাকছে : আজ সকালে প্রদর্শিত হবে এলাইক (ভারত), দ্য উইন্ড সাডেনলি (ইরান), রেইনবো ফিলডস (ভারত), আ টেস্ট অব রেজিন (সাইবেরিয়া), হোয়াই ব্যানানা স্নার্ল (রাশিয়া), দ্য লাস্ট র‌্যাং লার (আয়ারল্যান্ড), আন্ট মারুলান অ্যান্ড দ্য ম্যাজিক সোপ (অস্ট্রেলিয়া), ম্যাটিয়া ক্যান ফ্লাই (ইতালি), ড্যাডো (ভারত), আইজ অন ইউ (ভারত), বাই ওয়ান গেট ওয়ান ফ্রি (ভারত), দাদ্দু (ভারত), মানুরানজান ডেইলি (ভারত)। দেশের বিভিন্ন স্থানে উৎসবে এসব চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এ ছাড়া দুপুর ২টা থেকে প্রদর্শন করা হবে হোয়াট আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড (ভারত), ডিফারেন্ট (ইন্দোনেশিয়া), দ্য গ্রেট অ্যাডভেঞ্চার অব ম্যানেল অ্যান্ড দ্য ম্যাজিক টুথপিকস (স্পেন), ইউ কান্ট হাইড ফ্রম দ্য ট্রুথ (আমেরিকা), আই অ্যাম সরি (স্লোভাকিয়া), দ্য বিরডাই (রাশিয়া), ব্ল্যাকবোর্ড (ভারত), আগিয়ো (ভারত), লাইক আ প্যারোট (ভারত), দ্য উইন্ড (ভারত), সুইট ক্যান্ডি (ভারত), সিজনস (ভারত)।