আন্দোলন ও নির্বাচনের জন্য একুশ দফার কর্মসূচি গ্রহণ করেছে ওয়ার্কার্স

নিজস্ব প্রতিবেদক : আন্দোলন ও নির্বাচনের জন্য একুশ দফার কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শুক্রবার দলটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য প্রয়াত হাফিজুর রহমান ভুইয়া, যশোর জেলা কমিটির সদস্য প্রয়াত মশিউর রহমান, কক্সবাজার জেলা কমিটির সদস্য প্রয়াত আব্দুস শুকুর ও ব্রিটিশবিরোধী সংগ্রামী প্রখ্যাত শ্রমিক নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টামণ্ডলীর সদস্য জসিম উদ্দিনের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় সভার শুরুতে।

কর্মসূচি উত্থাপনকালে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, এদেশের সব সংগ্রামে ও রাজনৈতিক পরিবর্তনে বামপন্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটা অস্বীকার করার চেষ্টা হলেও এটাই ইতিহাসের সত্য। অক্টোবর বিপ্লবের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফজলে হোসেন বাদশা বলেন, শতবর্ষ পরেও অক্টোবর বিপ্লব বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক। বাংলাদেশের জন্যও একইভাবে প্রাসঙ্গিক।

তিনি বলেন, বাংলাদেশে যে লুটপাটের অর্থনীতি বাস্তবতা বিদ্যমান তারই প্রতিচ্ছবি আমরা দেখতে পাই দেশের রাজনৈতিক উপরিকাঠামোতে। দুর্নীতি-দুর্বৃত্তায়ন-সাম্প্রদায়িকতা রাজনীতির প্রধান ধারায় পরিণত হয়েছে। নির্বাচন পরিণত হয়েছে টাকার খেলায়।

জাতীয় সংসদ ও স্থানীয় সরকারগুলো এ থেকে মুক্ত নয়। মুক্ত নয় দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এ কারণে নতুন প্রজন্ম এক স্বপ্নহীন অবস্থায় রয়েছে। এর থেকে মুক্তি পেতে মানুষ বিকল্পের সন্ধান করছে। তাই আজ সাম্রাজ্যবাদ ও তাদের এদেশের স্বাভাবিক মিত্র মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক দক্ষিণপন্থী শক্তির বিরুদ্ধে সব গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক শক্তির ব্যাপক সমাবেশ, সব বাম-প্রগতিশীল শক্তিগুলোর মধ্যে ঐক্য ও সমঝোতা ও শ্রমিক-কৃষকের নিজস্ব লড়াইয়ের ভিত্তিকে বাড়িয়ে তুলে, জনগণের ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে এই বিকল্পের জনভিত্তি গড়ে তুলতে হবে।

ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক বলেন, এই কর্মসূচির মাধ্যমে ওয়ার্কার্স পার্টি দেশের আর্থ-সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে সেই বিকল্পই তুলে ধরেছে দেশবাসীর কাছে। সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলে সমাজতন্ত্র এগিয়ে নেবে ওয়ার্কার্স পার্টি।

কেন্দ্রীয় কমিটি দীর্ঘ আলোচনার পর ওই কর্মসূচি গ্রহণ করে এবং তা বাস্তবায়নের জন্য আঞ্চলিক প্রশিক্ষণ, জেলার সাধারণ সভা এবং আগামী ৩ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত করার মাধ্যমে জনগণের কাছে তুলে ধরবে।

সভায় উপস্থিত ছিলেন পলিট ব্যুরো সদস্য নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, হাজেরা সুলতানা, মনোজ সাহা, কামরুল আহসান, মুস্তফা লুৎফুল্লাহ, আমিনুল ইসলাম গোলাপ প্রমুখ।