আপনি কি রিলায়েন্স জিও র পরিষেবা পেতে আগ্রহী

আপনি কি রিলায়েন্স জিও-র পরিষেবা পেতে আগ্রহী? তাহলে চটপট দেখে নিন কোন কোন স্মার্টফোনে এই পরিষেবা পাওয়া যাবে—

• স্যামসং গ্যালাক্সি এ৫ (এসএম-এ৫০০জি)
• স্যামসং গ্যালাক্সি এ৫ (এ৫১০এফডিঃ
• জিয়াওমি রেডমি ২ প্রাইম
• জিয়াওমি রেডমি নোট ৩ (এইচ৩এ)
• এলজি এক্স ক্যাম
• এলজি এক্স স্ক্রিন (কে৫০০১)
• মাইক্রোম্যাক্স ওয়াইইউ এইনিক প্লাস
• মোটো জি জেন ৩
• মোটো ই জেন ২
• সোনি এক্সপিরিয়া জেড৫ ডুয়াল (ই৬৮৮৩)
• সোনি এক্সপিরিয়া জেড৫
• ওয়ান প্লাস ৩
• এইচটিসি ডিসায়ার ৬২৬ ডুয়াল সিম
• এইচটিসি ডিসায়ার ৬২৮
• অপ্পো এফ১
• অপ্পো এ৩৭
• প্যানাসনিক পি৫৫ নোভো ৪জি
• জিওনি এফ ১০৩
• জিওনি এস প্লাস
• লাইফ আর্থ ১
• লাইফ আর্থ ২
• ইনটেক্স অ্যাকোয়া ইকো ৪জি
• ইনটেক্স ক্লাউড স্ট্রিং
• আসুস জেনফোন ৩ ডিলাক্স জেডএস৫৭০কেএল
• আসুস জেনফোন ৩ আল্ট্রা
• ব্ল্যাকবেরি প্রিভ
• জোলো এরা ৪জি
• ভিভো ভি৩
• লাভা এক্স১০
• লাভা এক্স২৮
• লোনোভো ভাইব শট

কীভাবে পাবেন রিলায়েন্স জিও সিমকার্ড?

গ্রাহকরা সরাসরি তাঁদের নিকটবর্তী রিলায়েন্স ডিজিটাল বা এক্সপ্রেস-এর আউটলেটে পেয়ে যেতে পারেন জিও সিমকার্ড। এর জন্য লাগবে আধার কার্ড, ২ কপি পাসপোর্ট ফোটো এবং আপনার পরিচয়পত্র। সেই সঙ্গে একটি কেওয়াইসি (নো ইওর কনডিউমার) ফর্ম ফিল আপ করে জমা দিলেই জিও সিমকার্ড চলে আসবে আপনার হাতের মুঠোয়।