আফগানিস্তানের অর্থনৈতিক ভবিষ্যৎ চীনের ওপর নির্ভরশীল: তালেবান

তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের অর্থনৈতিক ভবিষ্যৎ প্রধানত চীনের ওপর নির্ভরশীল। এর আগে যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনের সহায়তায় সম্মত হয়েছে চীনারা।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ইতালীয় প্রকাশনা লা রিপাবলিকায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। আমাদের জন্য মৌলিক ও অসাধারণ এক সুযোগের কথা তারা তুলে ধরেছে। তারা আফগানিস্তান পুনর্গঠন ও বিনিয়োগে প্রস্তুত।

জবিহুল্লাহ মুজাহিদ জানান, আফ্রিকা, এশিয়া ও ইউরোপের সঙ্গে বিভিন্ন বন্দর, রেলওয়ে, সড়ক ও শিল্পপার্কের মাধ্যমে চীনকে যুক্ত করতে নেওয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাবে তালেবান।

৬৫টি দেশকে ঘিরে এই প্রকল্পে বিশ্বের ষাট শতাংশ মানুষ ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এক তৃতীয়াংশকে যুক্ত করবে। বিশ্বজুড়ে ৯০০ প্রকল্পের জন্য ৮৯ হাজার কোটি মার্কিন ডলারের তহবিল নির্ধারণ করেছে চীনা উন্নয়ন ব্যাংক।

তালেবান মুখপাত্র বলেন, আফগানিস্তানে বিপুল তামার খনি রয়েছে। চীনের কল্যাণে তা কাজে লাগানো ও আধুনিকীকরণ সম্ভব। বিশ্ববাজারে চীন হচ্ছে আমাদের ছাড়পত্র।