আফগানিস্তানের হামলায় ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠানের প্রস্তুতিকালে শিয়াদের ওপর বন্দুক হামলায় ১৪ জন নিহত হয়েছে।

পরে পুলিশের বিশেষ বাহিনীর গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সেদিকি জানিয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার কিছুক্ষণ আগে কাবুলের অন্যতম বড় শিয়া মাজার ‘কারতে সাকি’তে এই হামলা হয়। হামলায় আরও ৩৬ জন আহত হয়েছেন।
তবে কোনো গোষ্ঠি এখনো এ হামলার দায় স্বীকার করেনি।

১ হাজার ৩৩৬ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন ইয়াজিদি বাহিনীর হাতে শহীদ হন। ইসলামের জন্য তার এ আত্মত্যাগের মহিমায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যে প্রতিবছর আশুরা পালিত হয়।

এর আগে গত জুলাইয়ে কাবুলে শিয়াদের একটি প্রতিবাদ মিছিলে আত্মঘাতী বোমা হামলায় ৮৪ জন নিহত ও ১৩০ জন আহত হন। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছিল।