আফগানিস্তানে এমপি বাড়িতে তালেবানের হামলায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একজন সংসদ সদস্যের (এমপি) বাড়িতে তালেবানের হামলায় নিহত হয়েছেন পাঁচজন।

হেলমান্দ প্রদেশের এমপি মির ওয়ালির বাসভবনে হামলা চালায় একদল বন্দুকধারী। সম্ভবত তিনি বেঁচে আছেন, তবে তার দুই নাতি নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ঘটনাস্থল থেকে নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, এমপির বাসভবনে কয়েকজনকে জিম্মি করেছে হামলাকারীরা।

বুধবার সন্ধ্যায় এমপির বাসভবনে হামলা চালায় তিন বন্দুকধারী। এর মধ্যে একজন বাসভবনের মধ্যে বিস্ফোরণ ঘটিয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন কান্দাহারের এমপি ওয়াবদুল্লাহ বারিকজাইয়ের ছেলে (২৫)। নিহত পাঁচজনের মধ্যে বাকি দুইজন নিরাপত্তারক্ষী। এক প্রাক্তন পুলিশপ্রধানসহ এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।

হামলার সময় ওয়ালির স্বজন ও বন্ধুরা বাসভবনে ছিলেন। পাশের বাড়ি দিয়ে পালানোর সময় তাদের জিম্মি করা হতে পারে বলে নিরাপত্তাকর্মীরা মনে করছেন।

হেলমান্দ পুলিশ জানিয়েছে, জিম্মি হওয়া ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে তারা। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেখানে।

এক বিবৃতিতে তালেবান জানিয়েছে, এমপি ওয়ালির বাড়িতে ‘নিরাপত্তা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ জমায়েত’ হওয়ায় তাদের আত্মঘাতী হামলাকারীরা সেখানে হামলা চালিয়েছে।

সম্পতি আফগানিস্তানের কাবুল ও হেলমান্দে একের পর এক হামলা চালাচ্ছে তালেবান।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।