আফগানিস্তানে নারীদের ড্রাইভিং স্কুল বন্ধ

দিন দিন আরও কঠোর হচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার। এবার নারীদের প্রথম ড্রাইভিং স্কুল বন্ধ করে দিয়েছে গোষ্ঠীটি।

নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দাড়ি কাটার ওপর। তবে আফগানিস্তানে নতুন করে আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে বিভিন্ন এয়ারলাইন্সকে অনুরোধ জানিয়েছে তালেবান।

কথা দিয়ে কথা রাখছে না আফগানিস্তানের তালেবান সরকার। একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের ঘোষণা দিচ্ছে গোষ্ঠীটি। নারীদের সরকারে অন্তর্ভুক্তি ও কাজ করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন না করে বরং দেশটির প্রথম নারীদের ড্রাইভিং স্কুলটিও বন্ধ করে দিয়েছে তালেবান।