আফগানিস্তানে বিদ্যুৎকেন্দ্রে রকেট হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের খইর খানেহ এলাকায় রকেট হামলার খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টলো নিউজ।

আফগানিস্তানের রাজধানী কাবুলের খইর খানেহ এলাকায় রকেট হামলার খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টলো নিউজ। টলো নিউজের বরাত দিয়ে রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক জানায়, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত নয়টাই এই রকেট হামলার হয়।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ছামতালা বিদ্যুৎকেন্দ্রে এই রকেট হামলার ঘটনা ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কোনও তথ্য পাওয়া যায়নি। কী উদ্দেশ্যে এই আক্রমণ, তাও স্পষ্ট নয়। কোনও গোষ্ঠী এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। তবে আইএস-কে (ইসলামিক স্টেট-খোরাসান) এই হামলায় জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।