আফগান কনস্যুলেটে গুলিতে সচিব নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বন্দর নগরী করাচিতে আফগানিস্তানের কনস্যুলেটে নিরাপত্তা রক্ষীর গুলিতে এক সচিব নিহত হয়েছেন। সোমবার কনস্যুলেটের লবিতে এ ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ জাকি কনস্যুলেটের থার্ড সেক্রেটারি ছিলেন।

সোমবার কনস্যুলেটের লবিতে জাকির সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানের সরবরাহ করা ওই নিরাপত্তা রক্ষীর সঙ্গে কথা কাটকাটি হয়। এক পর্যায়ে নিরাপত্তা রক্ষী জাকিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

করাচি (দক্ষিণ) পুলিশের উপ-মহাপরিদর্শক আজাদ খান বলেছেন, নিরাপত্তা রক্ষী রেহমত উল্লাহ কনিষ্ঠ কূটনীতিক মুহাম্মদ জাকি উরোকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই জাকির মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।

তিনি জানান, ঘটনার পরপর সন্ত্রাসী হামলার আশঙ্কায় পুলিশ কনস্যুলেট ভবন ঘিরে ফেলে।

পুলিশের এই কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসী হামলার কোনো যোগসাজশ পাওয়া যায়নি। তবে নিরাপত্তা রক্ষীর সঙ্গে ওই কূটনীতিকের ব্যক্তিগত রেষারেষি ছিল।