আবহাওয়া ও জলবায়ু দুটি প্রকল্পে ৯০৪ কোটি টাকা সাহায্য দিচ্ছে বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : আবহাওয়া ও জলবায়ু তথ্য সেবা খাতের দুটি প্রকল্পে বাংলাদেশকে প্রায় ৯০৪ কোটি টাকা সাহায্য দিচ্ছে দাতা সংস্থা বিশ্ব ব্যাংক।

বুধবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ-২-এ সরকারের সঙ্গে সংস্থাটির চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল ইসলাম এবং বিশ্ব ব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) পক্ষে সংস্থাটির বাংলাদেশি কান্ট্রি ডিরেক্টর কিমিও ফ্যান ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

প্রকল্পটি সম্পর্কে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিও ফ্যান বলেন, এটি সংশ্লিষ্ট জনগোষ্ঠির উপার্জন বৃদ্ধির পাশাপাশি দারিদ্র বিমোচনে সহায়ক হবে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, এই প্রকল্পের আওতায় চরমভাবাপন্ন আবহাওয়া বিরাজ করে এমন কয়েকটি জেলা যেমন- রাজশাহী, নওগাঁ, নেত্রকোনা ও সুনামগঞ্জে এলাকা ভিত্তিক জনগোষ্ঠির মধ্যে বড় ধরনের দুর্যোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও পূর্বাভাস দেওয়া হবে।

এছাড়া এর আওতায় দেশের ৪৮৭টি উপজেলার ৪ হাজার ৫১টি ইউনিয়ন পরিষদে কৃষি-আবহাওয়া তথ্য কেন্দ্র স্থাপন করা হবে। এর মাধ্যমে কমপক্ষে ৩ লাখ কৃষক উপকৃত হবেন।