আবারও ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

দুই সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে উত্তর কোরিয়া আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার। তবে ক্ষেপণাস্ত্রটি ঠিক কী ধরনের তা জানা যায়নি।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় মঙ্গলবার পিয়ংইয়ংয়ের পূর্বাঞ্চলীয় উপকূলবর্তী সমুদ্রে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

এর ঠিক কয়েক ঘণ্টা আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সংস্থাটিতে নিযুক্ত উত্তর কোরিয়ার প্রতিনিধি বলেন, আত্মরক্ষার্থে যে কোনো পরীক্ষা চালানোর অধিকার রয়েছে তাদের।

উত্তর কোরিয়াকে জিম্মি করে রাখার নীতি থেকে বের হয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গত দু সপ্তাহ আগেই পরপর ক্রুজ মিসাইল ও ট্রেন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।